প্রকাশিত: Wed, Dec 20, 2023 7:07 PM
আপডেট: Mon, May 12, 2025 10:52 AM

[১] আক্কেলপুরে নতুন শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ

 সফিউল   আলম   সফিআক্কেলপুর (জয়পুরহাট): [] জয়পুরহাটের আক্কেলপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের মধ্যে নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।  [] সোমবার দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক স্তরের ৮ম ৯ম শ্রেণির বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষকদের ৭দিন ব্যাপী নতুন  শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।  [] প্রশিক্ষণে এই উপজেলার ৩৬৫জন শ্রেণি শিক্ষক অংশ নিয়েছেন। উপলক্ষে বেলা ১১টায় আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে চেয়ারপার্সন হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম।

[] এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাবেদ ইকবাল হাসান, আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিন।

[] প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর  ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মীর মোহাম্মদ আলী।